কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৫ জুন, ২০২৫ এ ০৪:১৬ PM

মহাপরিচালক মহোদয়

কন্টেন্ট: পাতা

 

মোঃ আফজাল হোসেন

মহাপরিচালক

বাংলাদেশ রেলওয়ে

প্রকৌশলী মোঃ আফজাল হোসেন রেলওয়ে:প্রকৌশল ক্যাডারের ত্রয়োদশ বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী প্রকৌশলী পদে ২৫.০৪.১৯৯৪ তারিখে যোগদান করেন। বর্তমানে তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছেন। এর পূর্বে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো), বাংলাদেশ রেলওয়ে পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৯৪ খ্রিস্টাব্দে রেলওয়ে ট্রেনিং একাডেমি হতে মৌলিক ও চূড়ান্ত প্রশিক্ষণ; বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) হতে এর বুনিয়াদি প্রশিক্ষণ; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর হতে সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত করেন। এরপর পর্যায়ক্রমে তিনি সহকারী নির্বাহী প্রকৌশলী-১ (ঢাকা); সেতু প্রকৌশলী (পূর্ব); নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন,পশ্চিম); বিভাগীয় প্রকৌশলী (ঢাকা); অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিম); বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (পাকশী); প্রধান প্রকৌশলী (পশ্চিম) পদে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রকল্প পরিচালক পদে খুলনা-মোংলা রেললাইন নির্মাণ প্রকল্প; ঢাকা-টঙ্গীর মধ্যে তৃতীয় ও চতুর্থ রেললাইন নির্মাণ প্রকল্প এবং পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে দায়িত্ব পালন করেন।

প্রকৌশলী মোঃ আফজাল হোসেন ৩১ ডিসেম্বর ১৯৬৮ খ্রিস্টাব্দে টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এলাসিন তারক যোগেন্দ্র উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল হতে প্রথম বিভাগে কৃতিত্বের সাথে এসএসসি এবং সরকারি তিতুমীর কলেজ হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় হতে ১৯৯১ খ্রিস্টাব্দে প্রথম শ্রেণীতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযু্ক্তি বিশ্ববিদ্যালয় (BUET) এ মাস্টার্স অব আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (MURP) এ ভর্তি হন। MURP  তে অধ্যয়নরত অবস্থায় তিনি ত্রয়োদশ বিসিএস পরীক্ষায় অবতীর্ন হন এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। বাংলাদেশ রেলওয়েতে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে সহকারী প্রকৌশলী হিসেবে ০১ বছর চাকুরী করেন।

চাকুরী জীবনে তিনি একজন দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তা হিসেবে বাংলাদেশ রেলওয়েতে পরিচিতি লাভ করেছেন। মাঠ পর্যায়ের বিভিন্ন অফিসে উদ্ভাবনী ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে তিনি রেলওয়েতে অবদান রেখেছেন। বাংলাদেশ রেলওয়ের যাত্রী সেবার মানোন্নয়ন ও আয় বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় তিনি ২০১৫ সালে রেলপথ মন্ত্রণালয় হতে সম্মাননা লাভ করেন।

বাংলাদেশ রেলওয়ের অবকাঠামো ও রোলিং স্টক উন্নয়নের উদ্দেশ্যে রেলওয়ের প্রতিনিধি হিসেবে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য দেশসমূহ হলো চায়না, দক্ষিন কোরিয়া, ভারত, জাপান।

পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন প্র্রশিক্ষণ গ্রহণ করেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- Land Use Planning (BUET); Middle Management Training on Track Maintenance; National Training on Public Procurement from Bangladesh Institute of Management, Dhaka; FIDIC Contract Training from Construction Supervision Consultant, Bangladesh Army.

মোঃ আফজাল হোসেন এর সহধর্মিণী সৈয়দা রাশিদা হোসেন। তাদের সংসারে দুই কন্যা ও একজন পুত্র সন্তান রয়েছে। বড় কন্যা আফরা আনিকা ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাণরসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে বর্তমানে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ছোট কন্যা আফরা আনজুম ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিষয়ে (বিবিএ) এবং পুত্র রাইয়ান রাশীদ সেন্ট যোসেফ কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

 

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন