গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
এই কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫ এ ০৯:৪৯ PM
কন্টেন্ট: ফাইল সমূহ
বাংলাদেশ রেলওয়ের পরিচালন বাজেটের আওতায় সম্পাদিত চুক্তিসমূহ (পন্য, কার্য ও সেবা) যথাসময়ে সমাপ্তকরণের লক্ষ্যে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিরুৎসাহিতকরণ প্রসঙ্গে।
ই-জিপি সিস্টেমে বিভিন্ন পর্যায়ের ব্যবহারকারীদের জন্য প্রদত্ত User ID ও Password কোন অবস্থাতেই শেয়ার না করা প্রসঙ্গে রেলপথ মন্ত্রণালয়, প্রশাসন-৪ শাখা হতে জারিকৃত পরিপত্রের বিষয়ে সকলকে অবহিতকরণ প্রসঙ্গে।
অর্পিত ক্রয় (Delegated Procure-ment) বাস্তবায়ন সরকারি ক্রয় আইন ও বিধিমালা (পিপিএ ২০০৬ ও পিপিআর ২০০৮) যথাযথ ভাবে অনুসরণ।
সরকারি ক্রয় প্রক্রিয়ায় সিপিটিইউ এর ওয়েবসাইটে (www.cptu.goc.bd) বিজ্ঞাপন প্রকাশ সহজীকরণ সংক্রান্ত।
ভেরিয়েশন প্রস্তাব ক্রয়কারীর স্বাক্ষরসহ প্রেরণ।
অভ্যন্তরীণ (National) বুদ্ধিভিত্তিক পেশাগত সেবা ক্রয়ের জন্য প্রযোজ্য SRFP সমূহে কার্য সম্পাদন জামানত আরোপের সংস্থান অন্তর্ভুক্তি।
নির্ধারিত সময়সীমার মধ্যে দরপত্র-প্রস্তাব মূল্যায়ন প্রসঙ্গে (৫৪.০১.২৬০০.০১৩.৩৩.০১১.১৭-২০৩ তারিথঃ ০৮.০৯.২০২০)
সরকারী ক্রয় প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনা বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক নির্দেশনার আলোকে ক্রয়কারী কার্যালয় প্রধান-প্রকল্প পরিচালক-প্রকল্প ব্যবস্থাপক- ক্রয়কারীদের করণীয়।
ই-জিপিতে অভ্যন্তরীন ক্রয়ের ক্ষেত্রে যেকোন মূল্যের পন্য (Goods) ও কার্য (Works) ক্রয় প্রক্রিয়াকরণ সংক্রান্ত
জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনার আলোকে চুক্তিপত্র-দরপত্র দলিলের সংশ্লিষ্ট Taxes and Levies অংশে যথাযথ শব্দগুচ্ছ সংযোজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে।
আর্থিক প্রস্তাব সংরক্ষণ প্রসঙ্গে। নংঃ৫৪.০১.০০০০.০১৩.০৭.০২২.২০২০-৭৯ তারিখঃ০১.০৩.২০২১
ক্রয় পরিকল্পনা, চুক্তি সম্পাদন নোটিশ প্রকাশকরণ এবং সংক্ষিপ্ত তালিকাভুক্তির অবহিতকরণ প্রসঙ্গে।
সিপিটিইউ (বর্তমানে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি-বিপিপিএ) কর্তৃক বাংলাদেশ রেলওয়ের ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণের (Procurement Post review) এর চূড়ান্ত প্রতিবেদনে প্রদত্ত সুপারিশ বাস্তবায়ন প্রসঙ্গে।
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসরণে ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) এর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মনোনয়ন প্রদান প্রসঙ্গে।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি-BPPA (প্রাক্তন সিপিটিইউ) কর্তৃক পরিচালিত ২০২২-২৩ অর্থবছরের বাংলাদেশ রেলওয়ের ক্রয় প্রক্রিয়া উত্তর পুনরীক্ষণ (Procurement Post Review) প্রতিবেদনের ওপর অনুষ্ঠিত কর্মশালায় প্রধান নির্বাহী কর্তৃক প্রদত্ত সুপারিশ প্রসঙ্গে।
বাংলাদেশ রেলওয়ের পরিচালন বাজেটের আওতায় সম্পাদিত চুক্তিসমূহ (পণ্য, কার্য ও সেবা) যথাসময়ে সমাপ্তকরণের লক্ষ্যে চুক্তির মেয়াদ বৃদ্ধি নিরুৎসাহিতকরণ প্রসঙ্গে।
বাংলাদেশ রেলওয়ের মাঠ পর্যায়ে আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ (জনবল নিয়োগ)।
বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ক্রয়কারী/ইস্যুকারী (প্রকল্প দপ্তরসহ) কর্তৃক সম্পাদিত কাজের বিপরীতে ইস্যুকৃত সন্তোষজনক কার্য-সম্পাদন সনদসমূহ (Satisfactory Performance Certificates) ওয়েবসাইটে প্রকাশ প্রসঙ্গে।
ক্রয় প্রক্রিয়া-উত্তর পুনরীক্ষণের (Procurement Post Review) এর চূড়ান্ত প্রতিবেদন (Final Report) প্রেরণ সংক্রান্ত।
সংশোধিত ই-জিপি গাইডলাইন-২০২৫
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার কার্যবিবরণীর সিদ্ধান্ত/নির্দেশনা বাস্তবায়ন/পরিপালন
পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং "পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮" অনুসরণে ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) এর ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা হিসেবে রেক্টর, রেলওয়ে ট্রেনিং একাডেমি-কে ক্ষমতা প্রদান।
Bangladesh e-Government Procurement (e-GP) Guidelines (Revised), 2025 অনুযায়ী বাংলাদেশ রেলওয়ের ক্রয়কারী কার্যালয় প্রধান তথা মহাপরিচালকের ঊর্ধ্বপর্যায়ে অনুমোদনযোগ্য দরপত্র/প্রস্তাবের জন্য ই-জিপিতে দরপত্র/প্রস্তাব মূল্যায়ন কমিটি গঠন সংক্রান্ত।
বাংলাদেশ রেলওয়ের ২০২৫-২৬ অর্থবছরের বিশেষ কার্যক্রমভূক্ত অর্থনৈতিক কোডে বরাদ্দ বিভাজন/অর্থছাড়ের প্রস্তাব প্রেরণ সংক্রান্ত।
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) কর্তৃক পরিচালিত ই-জিপি সিস্টেমের আওতায় জাতীয় ও আন্তর্জাতিক দরপত্রের দলিল মূল্য এবং আন্তর্জাতিক দরপত্রদাতাদের রেজিস্ট্রেশন ফি ও নবায়ন ফি পুননির্ধারণ সংক্রান্ত।
সরঞ্জাম বিভাগের তিনটি ক্রয় ইউনিট যথা সিসিএস, সিওএস (পূর্ব) ও সিওএস (পশ্চিম) এর উপর ন্যস্ত শ্রেণি/দফা ভিত্তিক ক্রয়/সংগ্রহের প্রাধিকার (Delegation of Procuring Authority) পুনর্বন্টন প্রসঙ্গে।
"পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬" এবং "পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ " অনুসরণে ক্রয়কারী কার্যালয় প্রধান (HOPE) এর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মনোনয়ন প্রসঙ্গে।